বাড়িবরিশাল বিভাগপিরোজপুর জেলা।পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও...

পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগনকে সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান

মো: নাজমুল হোসেন জিয়ানগর (পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি:

পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৫৪ তম মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণকে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং তাদের হাতে উপহার সামগ্রী প্রদান করা হয়। 
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান। 
বিজয় দিবসে প্রথমে জেলা প্রশাসনের উদ্যোগ  শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বদরুল আলম, জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু সহ পিরোজপুর জেলা বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার, মুক্তিযোদ্ধাগণ,প্রেসক্লাবের প্রতিনিধি, বৈষম্য বিরোধর ছাত্র আন্দোলনের প্রতিনিধি,  সাংবাদিকবৃন্দ ও সুধীজন। 
আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, যাদের বিনিময়ে আমাদের অর্জিত এই স্বাধীনতা, মহান বিজয় দিবসের মাধ্যমে তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ রাখতে হবে।  তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা বিজয় পেয়েছি। তাদেরকে আমরা আজীবন স্মরণ রাখব। সভায় শহীদের আত্মার মাগফেরাত  কামনা করা হয় এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারও যোদ্ধাহত পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করাহয়। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments