প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৫:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৪, ২:৫১ এ.এম
পিরোজপুর পুলিশ সুপারের উদ্যোগে পবিত্র কুরআন শরীফ ও শীতবস্ত্র বিতরণ

মোঃ নাজমুল হোসেন ।। জিয়ানগর (পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুর পুলিশ সুপারের উদ্যোগে পবিত্র কুরআন শরীফ ও আড়াই শতাধিক শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ই ডিসেম্বর) পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাজুকাটি নুরুল কুরআন নুরিয়া মাদ্রাসার শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন শরীফ ও আড়াই শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মুস্তাফিজুর রহমান, পিরোজপুর সদর থানা অফিসার ইনচার্জ সহ পিরোজপুরের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগ।
পুলিশ সুপার খান মোহাম্মাদ আবু নাসের বলেন, জেলা পুলিশ পাশে থেকে যে কোন প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। আমরা ইতিপূর্বে পিরোজপুর জেলার বিভিন্ন এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে নানা ধরনের জনকল্যান মূলক কাজের স্বাক্ষর রেখেছি। ভবিষ্যতে আমাদের এই জনকল্যাণমূলক কর্মকাণ্ড চলমান থাকবে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত