
মোঃ শাহিনুর রহমান স্বপন ,ঠাকুরগাঁও (পীরগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ কামাল আহমেদের এর বদলি প্রত্যাহার করার দাবিতে স্থানীয় উপজেলা বাসি’র মানববন্ধন করেন। এলাকা বাসী বলেন তিনি অল্প কয়েক দিনের মধ্যেই পীরগঞ্জ হাসপাতাল কে পরিষ্কার পরিচ্ছন্ন ও সিজার চালু সহ দালাল মুক্ত করেছিলেন। পীরগঞ্জ এর মানুষ সেবা পাওয়া শুরু করছিলেন। এই অল্প কিছুদিনের মধ্যেই উনি হাসপাতালের চিত্র পাল্টে দিয়েছেন। অনেক গরিব অসহায় মানুষ এই চার মাসে ফ্রি সিজার অপারেশন করাতে পেরেছেন যা গত দশ বছরে অজ্ঞাত কারণে হাসপাতালটির সিজার কার্যক্রম বন্ধ ছিল। ডা. কামাল আহমেদ’র নামে কোন অনিয়ম দুর্নীতি অভিযোগ উঠেনি হটাৎ এই বদলি কেন ? পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খুবই অল্প কয়েক কর্মরত ছিলেন। পীরগঞ্জ উপজেলা বাসী জন্য কিছু করতে চাওয়া মানুষটির হঠাৎ এই মুহূর্তে বদলির আদেশ।
তবে কি ভালো কিছু করাটাই ডাঃ কামাল আহমেদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এলাকা বাসী চায় ডা. কামাল আহমেদের বদলি প্রত্যাহার করা হোক।

