
মোঃ জমির উদ্দিন ,পীরগাছা (রংপুর) প্রতিনিধি
দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযানে রংপুরের পীরগাছায় জাহিদুল ইসলাম জাহিদ নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পীরগাছা থানা পুলিশ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পাঁকার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম জাহিদ (মেম্বার) উপজেলা মেম্বার এসোসিয়েশন ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং পীরগাছা সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য তিনি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে জাহিদুল ইসলাম জাহিদ (মেম্বার) আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার পাঁকার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।