বাড়িরংপুর বিভাগরংপুর জেলাপীরগাছায় উপজেলা বেগম রোকেয়া দিবস পালিত 

পীরগাছায় উপজেলা বেগম রোকেয়া দিবস পালিত 

মোঃ জমির উদ্দিন ।। পীরগাছা (রংপুর) প্রতিনিধি 

নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। 

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলোয়ারা বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান, মোস্তাফিজার রহমান রেজা ও আব্দুস সালাম আজাদ জুয়েল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিঞা, পীরগাছা সরকারি কলেজের প্রভাষক মোত্তালিব হোসেন, পীরগাছা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তাজুল ইসলাম, ইসলামিক রিলিফ প্রকল্প কর্মকর্তা তারিকুল ইসলাম, নাগরিক উদ্যোগের শ্যামল কুমার, ছাত্র প্রতিনিধি ফারদিন এহসান মাহিম ও সোহেল তানভীর প্রমুখ।পরে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় উপজেলার বিভিন্নক্ষেত্রে অবদান রাখায় তিন নারীকে জয়িতা পদক দেওয়া হয়। তারা হলেন-অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী কল্পনা বেগম, সফল জননী মোছলেহা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুর ক্ষেত্রে আনিছা বেগম। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের সৌজন্যে ২৪ এর গণঅভ্যুত্থানে শহিদ মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা খাতুন, শহিদ মামুন মিয়ার বাবা আজগার আলী এবং শহিদ সাইফুল ইসলামের স্ত্রী রাণী বেগমের হাতে টোকেন গিফট তুলে দেওয়া হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments