
মোঃ জমির উদ্দিন ,পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলা ৮নং কৈকুড়ী ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন হারুন অর- রশিদ বাবুল।৪৫৯ভোটের মধ্যে ফুটবল প্রতীক নিয়ে ২৪১টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক মনছুর আলী সরকার নির্বাচিত হয়েছেন এর নিকট তম প্রার্থী সাইদুল ইসলাম চশমা প্রতীক নিয়ে ২১৫টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে।৪৫৯টি ভোটের মধ্যে তালা প্রতীক নিয়ে ৩৩৮টি ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক আক্কাছ আলী বাদল নির্বাচিত হয়েছেন এর নিকট তম প্রার্থী মতলুবর রহমান মোরগ প্রতীক নিয়ে ৫৫টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ।
মঙ্গলবার ২৮ জানুয়ারি চৌধুরাণী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ব্যালট পেপারে মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।এদিন ১টা থেকে দুপুরে ৪টা পর্যন্ত উৎসমূর্খ পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন, আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল পীরগাছা উপজেলা শাখা বিএনপি।নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, খন্দকার মতিয়ার রহমান, সদস্য সচিব পীরগাছা উপজেলা বিএনপি।পোলিং অফিসার ছিলেন,মঞ্জুরুল আলম বিপু, যুগ্ম আহবায়ক পীরগাছা উপজেলা বিএনপি , জাকির আহমেদ, যুগ্ম আহবায়ক পীরগাছা উপজেলা বিএনপি, আব্দুল মান্নান সর্দার, যুগ্ম আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল পীরগাছা উপজেলা বিএনপি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আফসার আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রংপুর জেলা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
নির্বাচনে পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন,কাজী খয়রাত, সদস্য রংপুর জেলা বিএনপি, মামুনুর রশিদ সদস্য রংপুর জেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নাজির হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক পীরগাছা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান (রেজা) যুগ্ম আহবায়ক পীরগাছা উপজেলা বিএনপি, শরিফুল ইসলাম ডালেজ, যুগ্ম আহবায়ক পীরগাছা উপজেলা বিএনপি,আব্দুস সালাম আজাদ জুয়েল, যুগ্ম আহবায়ক পীরগাছা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।