প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৬:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৭, ২০২৫, ১:২১ পি.এম
পীরগাছায় উপজেলা ৮নং কৈকুড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত

মোঃ জমির উদ্দিন ,পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলা ৮নং কৈকুড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কাশেম। ১৫৭ ভোটের মধ্যে তিনি চেয়ার প্রতীক নিয়ে ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। মাছ প্রতীক নিয়ে ৯১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহবুব মিয়া। টিউবওয়েল প্রতীক নিয়ে ৭৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক আঃ রশিদ নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার ৭ জানুয়ারি মৌংলাকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন সমন্বয়কারী আব্দুস সালাম আজাদ জুয়েল যুগ্ম আহ্বায়ক পীরগাছা উপজেলা বিএনপি, পীরগাছা , রংপুর।
এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব মুনছুর আলী সরকার ।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ৮নং কৈকুড়ী ইউনিয়নে বিএনপি আহ্বায়ক আলহাজ্ব হারুন অর -রশিদ বাবুল । পোলিং অফিসার ছিলেন,৮নং কৈকুড়ী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান আলী রঞ্জু ও সাইদুল ইসলাম শরিফুল মিয়া আহ্বায়ক ৮নং কৈকুড়ী ইউনিয়ন বিএনপি যুবদল।
এছাড়াও উপস্থিত ছিলেন ৮নং কৈকুড়ী ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান (জুয়েল), আঃ আজিজ সদস্য ৮নং কৈকুড়ী ইউনিয়ন বিএনপি, আলমগীর হোসেন , সাবেক মেম্বার ও সদস্য সচিব ৮নং কৈকুড়ী ইউনিয়ন যুবদল।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত