বাড়িবাংলাদেশেপীরগাছায় চলন্ত ট্রেনের ধাক্কায় একজন আহত

পীরগাছায় চলন্ত ট্রেনের ধাক্কায় একজন আহত

মোঃ জমির উদ্দিন পীরগাছা (রংপুর)প্রতিনিধি –

রংপুরের পীরগাছায় চলন্ত ট্রেনের ধাক্কায়  ছিটকে পড়ে কফিল উদ্দিন নামে একজন আহত হয়েছেন। সোমবার (৭ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার পীরগাছা সদর  ইউনিয়নের রেলস্টেশন  এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যাক্তির নাম কফিল উদ্দিন (৬৫),তিনি উপজেলার পীরগাছা সদর ইউনিয়নের পূর্ব চন্দিপুর গ্রামের মৃত তোফাজ্বল হোসেনের ছেলে।  স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সান্তাহার থেকে ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন পঞ্চগড়ের উদ্দেশ্য যাচ্ছিল। এ সময় ট্রেনটি পীরগাছা সদর  ইউনিয়নের রেলস্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে  কফিল উদ্দিন। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায়। রেলস্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা লোকজন কফিল উদ্দিনকে দেখতে পেয়ে  উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল  কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ট্রেন যাতায়াতের বিষয়টি নিশ্চিত করেন,বাংলাদেশ রেলওয়ে পীরগাছা রেলস্টেশন ইনর্চাজ জেনারুল ইসলাম।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments