মোঃজমির উদ্দিন পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
রংপুরের পীরগাছায় নটাবাড়ী হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, অনিয়ম ও অত্যাচারের বিরুদ্ধে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি সংবাদ সম্মেলন করেছেন।
রোববার দুপুরে স্কুল হল রুমে এ সংবাদ সম্মেলন করেন তারা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা
বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
ওই স্কুলের সহকারী শিক্ষক মশিয়ার রহমান স্মারকলিপি পাঠ করে শোনান। এতে তিনি বলেন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, অনিয়ম ও অত্যাচারের বিরুদ্ধে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি ২০২২ সাল থেকে আন্দোলন করে আসছেন। শিক্ষকবৃন্দ এই আন্দোলনে সমর্থন থাকলেও আমরা প্রধান শিক্ষকের গুন্ডাবাহিনীর ভয়ে তার হুমকি ধামকির ফলে সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করেত পারিনি। প্রধান শিক্ষক তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে একবার অভিযোগের আংশিক তদন্ত করেও অতীব সুকৌশলে তদন্ত প্রতিবেদন ঘুরিয়ে দেয়। তারপর থেকে তার স্বৈরাচারি মনোভাব আরও বেড়ে যায় এবং অনিয়ম, দুর্নীতি ও শিক্ষকদের বিরুদ্ধে অত্যাচারের পরিমাণ আরও বাড়তে থাকে। এছাড়াও ওই স্কুলের নৈশ প্রহরী নুরুল ইসলাম। যিনি ১৯৯৯ সাল থেকে কর্মরত ছিলেন তাকেও চাকরিচ্যূত করেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির। এমনকি সরকার পতনের পর থেকে তিনি একদিনেও স্কুলে আসেননি বলে জানান শিক্ষকরা।
প্রধান শিক্ষকের বিরুদ্ধে চার সেপ্টেম্বর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দিলে তা আমলে নিয়ে প্রধান শিক্ষককে ‘আর্থিক অনিয়ম এবং বিভিন্ন অভিযোগ পাওয়ায় কেন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে’ তা ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য কারণ দর্শানোর নোটিস প্রদান করেন।
এসময় আরও বক্তব্য দেন সহকারী শিক্ষক আনারুল হক মন্ডল, মনোয়ারা খাতুন, সুবোধ চন্দ্র, প্রদীপ কুমার, সাইফুর রহমান, রিনা পারভীন,জগদীশ চন্দ্র, অফিস সহকারী মাহবুবুর রহমান, নৈশ প্রহরী নুরুল ইসলাম, শিক্ষার্থী এনামুল হক, মাহমুদুল হাসান, হ্যাপি আক্তার ও নুসরাত জাহান প্রমুখ।
৮ম শ্রেণির শিক্ষার্থী সাথী আক্তার জানান, প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির আমার গোপন কথা ফাঁস করে দেওয়ার হুমকি প্রদান করেন। আমি নিজেও জানিনা কি অপরাধ করেছি।
এবিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির মুঠোফোনে জানান, তিনি ছুটিতে আছেন তবে কতদিনের ছুটিতে আছেন তিনি সদুত্তর দিতে পারেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরকে এবিষয়ে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। নোটিসের জবাব না দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।