বাড়িরংপুর বিভাগরংপুর জেলাপীরগাছায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার মাসিক সমন্বয় সভা-

পীরগাছায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার মাসিক সমন্বয় সভা-

মোঃ জমির উদ্দিন, পীরগাছা (রংপুর) প্রতিনিধি-

রংপুরের পীরগাছায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের পরিদর্শক মিজানুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কার্যালয়ের মাস্টার ট্রেইনার শামীমুল ইসলাম।ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সাধারণ কেয়ার টেকার আব্দুর রাজ্জাক ও ওমর ফারুক প্রমূখ। এসময় বক্তারা বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম।ইসলামের প্রচার প্রসারে গুরুত্ব দেবেন।শিক্ষার্থীরা যাতে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সঠিক ভাবে উচ্চারণসহ পবিত্র কুরআনুল কারীম শিক্ষা দিবেন। কেউ যেনো ভূল উচ্চারণ না করে সে দিকে খেয়াল রাখবেন। শিক্ষা কার্যক্রমের প্রসার বৃদ্বির পাশা পাশি শিক্ষা কেন্দ্রের মান উন্নয়ন রাখতে হবে। সকল শিক্ষক নিয়ম-নীতি মেনে কেন্দ্র পরিচালনা করবেন।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাগণ সহ উপজেলার ১৪৫টি কেন্দ্রের প্রাথমিক গণ শিক্ষা কেন্দ্র শিক্ষক/ শিক্ষিকাসহ কেয়ারটেকারগন উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments