বাড়িবাংলাদেশেপীরগাছায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ।

পীরগাছায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ।

মোঃ জমির উদ্দিন পীরগাছা(রংপুর)প্রতিনিধি-

রংপুরের পীরগাছা থানার আয়োজনে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বিকালে পীরগাছা থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূরে আলম সিদ্দিকী এর সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার,সি সার্কেল মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পীরগাছা উপজেলা শাখার সভাপতি, ভবেশ চন্দ্র বর্মন,উপজেলা শারদীয় দুর্গাপূজা  উদযাপন পরিষদের সভাপতি ,তরুন কুমার রায়, সাধারণ সম্পাদক রুহিদাস বর্মন,উপজেলা বিএনপির সদস্য সচিব, খন্দকার মতিয়ার রহমান,উপজেলা জামাতের আমীর মাওলানা মোস্তাক আহম্মেদ,উপজেলা রেলওয়ে স্টেশন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন,উপজেলা বিএনপির সদস্য রবি দাস লাহেরী,উপজেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন, পীরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাজীব মুন্সী, দপ্তর সম্পাদক আহসান হাবিব,শফিকুল ইসলাম খাঁন প্রমূখ।প্রধান অতিথি  সহকারী পুলিশ সুপার,সি সার্কেল  মাহমুদুল হাসান বলেন,পূর্জামণ্ডপগুলো নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি নেওয়া হয়েছে। পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি পূর্জামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments