
মোঃ জমির উদ্দিন, পীরগাছা (রংপুর) প্রতিনিধি –
রংপুরের পীরগাছায় কান্দি ইউনিয়ন বিএনপির নির্বাচনে সভাপতি পদে জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আতাউর রহমান ও সাংগঠনিক সম্পাদক ,আব্দুর রাকিব খন্দকার শুভ্র নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার কান্দি ইউনিয়নের কান্দির হাট স্কুল এন্ড কলেজ হলরুমে বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯টি ওয়ার্ড থেকে ৪৫৯ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপি আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা। নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার মতিয়ার রহমান।৪৫৯ ভোটের মধ্যে চেয়ার প্রতীকে ২৯২ ভোট পেয়ে জাহাঙ্গীর আলম সভাপতি,ফুটবল প্রতীকে ২৫২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক আতাউর রহমান,তালা প্রতীকে ১৮৯ ভোট পেয়ে আব্দুর রাকিব খন্দকার শুভ্র সাংগঠনিক সম্পাদক বিজয়ী হন।নির্বাচনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আফছার আলী, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ডালেজ, জাকির আহমেদ, আব্দুল মান্নান সরদার, আব্দুস সালাম আজাদ জুয়েল, সদস্য আজাদ হোসেন,উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম আলম,যুগ্ম আহবায়ক সাব্বির আহম্মেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন,যুগ্ম আহবায়ক ইমতিয়াজ উদ্দিন সেতু,সালমান আলম,উপজেলা ছাত্রনেতা বাবু,সোহেল,জন্স,শাকিল আহম্মেদ, শাকিল,পীরগাছা সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হাসান প্রান্তিক সহ জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মী ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের হাজার হাজার উৎসুক জনতা। নির্বাচনের আগে সকাল ১০টায় প্রার্থী ও ভোটারদের নিয়ে এক কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়।