
হাফিজুর রহমান ।। সরিষাবাড়ি,জামালপুর শিক্ষানবিশ প্রতিনিধিঃ
সোমবার সকালে জামালপুর জেলার মেলান্দহ থানার মাহমুদপুর বাজারের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জামালপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা ।
পুলিশ সুপার শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত ও পুলিশ কন্ট্রোল রুমে মনিটরিং সেল স্থাপন সহ এলাকারবাসী জনসাধারণের সহযোগিতায় উৎসবমূখর পরিবেশ পূজা উদযাপনের আহবান জানান।
এছাড়াও নিরাপত্তা নির্বিঘ্ন করতে পুলিশের বিভিন্ন ডিউটি স্থান পরিদর্শন করে সার্বিক খোঁজ খবর নেন বিভিন্ন পূজা মণ্ডপের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর সোহেল মাহমুদ পিপিএম; মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুজ্জামান সহ পূজা উৎযাপন পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।