
মোঃ শামিম হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) শিক্ষানবিশ প্রতিনিধি।
শাহজাদপুর : হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট এর অর্থায়নেঃ বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজের মুসুল্লীদের মাঝে বিশুদ্ধ শীতল পানি ও খাবার স্যালাইন বিতরণ’ করেছে, মানবিক সংগঠন (প্রচেষ্টা সবার জন্য) শাহজাদপুর, সিরাজগঞ্জ। আজ বৃহস্পতিবার সকাল: ১১.৩০ মিনিটে শাহজাদপুর, নুকালী ঈদগাহ মাঠ প্রঈনে, প্রচেষ্টা সবার জন্য (মানবিক সংগঠন) এর প্রতিষ্ঠাতা পরিচালক জনাব শাহবাজ খান (সানি) র’ সার্বিক তত্বাবধানেঃ বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজের মুসুল্লীদের মাঝে বিশুদ্ধ শীতল পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। প্রচেষ্টা সবার জন্য (মানবিক সংগঠন) এর এই আয়োজনে, প্রায় ১ হাজার মানুষ খাবার স্যালাইন ও পানি পান করেন, এ সময় নিজেও বিশুদ্ধ শীতল পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন। প্রচেষ্টা সবার জন্য (মানবিক সংগঠন) এর প্রতিষ্ঠাতা পরিচালক জনাব শাহবাজ খান (সানি) বলেন নিজের জন্য নয় সমাজ ও মানুষের সেবা করার মাঝেই সবচেয়ে বড় আনন্দ। আর সেই আনন্দই যেন খুঁজে পেয়েছে, ইস্তিসকার নামাজের মুসুল্লীদের বিশুদ্ধ শীতল পানি পান করিয়ে। এ-সময় ইস্তিসকার নামাজের মুসুল্লীরা, উক্ত সংগঠনের সার্বিক সফলতা কামনা করে বলেন, মানবিক সংগঠন টি আরো অনেক দুর ছরিয়ে পরুক। এসময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠন এর ফিরোজ আহমেদ, শামিম রেজা মারুফ, মিলোন আহমেদ, সাইদুল ইসলাম শাহিন, পারভেজ হোসেন, সহ শাহজাদপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।