
মুহাম্মদ আফজাল হোসেন জয়, বিশেষ প্রতিনিধি।
মানব জীবনের সকল ঝুঁকিতে বীমার গুরুত্ব অপরিসীম।শুধু ঝুঁকিতে নয়, পুঁজি তৈরিতে বীমার বিকল্প নেই। গণমানুষের পুঁজি তৈরির মাধ্যমে ক্ষুদা এবং দারিদ্র মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বীমা নিরলস কাজ করে যাচ্ছে।
গতকাল চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানির ঢাকা রামপুরা (বিটিভি ভবনের সামনে) কোম্পানির প্রধান কার্যালয়ে ইউনিট ম্যানেজার প্রশিক্ষণের সমাপনী দিনে এ কথা বলেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জনাব এমদাদুল্লাহ।
চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি দেশের বীমা শিল্পকে দুর্নীতি মুক্ত, স্বচ্ছ এবং জবাবদিহিতা মূলক কার্যক্রমের মাধ্যমে দেশের জনগণের মনে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে। কোম্পানিটি তাদের কার্যক্রমকে আরো সুন্দর এবং গতিশীল করার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সারা দেশ থেকে কোম্পানির শতাধিক ইউনিট ম্যানেজারদেরকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তোলার জন্য দুই দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে।
কোম্পানির ট্রেনিং ডিপার্টমেন্টের প্রধান জনাব নুরুল কবির এই প্রশিক্ষণে নেতৃত্ব প্রদান করে। এছাড়াও ফিন্যান্স বিভাগের প্রধান মঞ্জুর আহমেদ, মোঃ কামরুজ্জামান (ডিভিডি), খন্দকার সফকত জামিল(ডিভিডি অ্যান্ড হেড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) প্রমুখ সহ অন্যান্য প্রশিক্ষক বৃন্দ প্রশিক্ষণ প্রদান করে। প্রশিক্ষণ শেষে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণদের সনদপত্র প্রদান এবং কৃতিত্ব অর্জন কারীদের পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তাগন বলেন- চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি দেশ-বিদেশে খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের নিয়ে স্বচ্ছ জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত একটি বীমা কোম্পানি। এই কোম্পানির সকল আর্থিক লেনদেন ব্যাংক, মোবাইল ব্যাংক এবং ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সরাসরি করা হয়ে থাকে। এখানে দুর্নীতির কোন সুযোগ নেই। গ্রাহকের সকল প্রকার দাবি দ্রুত নিষ্পত্তি করা হয় এবং কাস্টমার কেয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি গ্রাহকদের সেবা প্রদান করা হয়ে থাকে। চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি বাংলাদেশে বীমার দুর্নাম ঘুচিয়ে বীমা শিল্পকে অনেক দূর এগিয়ে নেবে বলে বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন। বক্তাগণ আরও বলেন দেশ কে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে বীমার গুরুত্ব অপরিসীম তাই বর্তমান সরকার বীমার প্রতি অধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। আমরা সবাই একত্রে গুরুত্ব দিয়ে কাজ করে বর্তমান সরকারের স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সহযোদ্ধা হিসেবে কাজ করে যাব। আমাদের ভবিষ্যত প্রজন্মকে আমরা একটি সুখি সমৃদ্ধ উন্নত এক কথায় স্মার্ট বাংলাদেশ উপহার দিব এটাই হোক আজ থেকে আমাদের সবার অংগিকার।