
হেলাল উদ্দিন নকলা(শেরপুর) নিজস্ব প্রতিনিধি:
শিক্ষার মানোন্নয়নে প্রতিবছর দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে থালা-বাসন প্রদান করা হয়। একজন শিক্ষার্থী তার সর্বোচ্চটা দিয়ে বিজয়ের গৌরব অর্জন করে। কিন্তু এর পুরষ্কার হিসেবে কর্তৃপক্ষ থালা-বাসনের মত নিত্য ব্যবহার্য পণ্য দিয়ে থাকেন। যা কোন একদিন বিনষ্ট হয়ে যায়। ফলে শিক্ষার্থীদের পক্ষে স্মৃতি হিসেবে দীর্ঘদিন সংরক্ষণ করার সুযোগ থাকেনা। এ বিশেষ বিবেচনায় শিক্ষার্থীদের যেকোন প্রতিযোগিতায় থালা-বাসন উপহার দেওয়ার প্রচলন বন্ধ করা উচিত। তাই ছাত্রজীবনের প্রাপ্তিকে স্মরণীয় করে রাখতে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন গাছের চারা, জ্ঞান অর্জনের সুবিধার্থে শিক্ষণীয় বই এবং প্রত্যেক বিজয়ীকে সনদপত্র ও ক্রেষ্ট প্রদানের দাবী জানাচ্ছি। আশাকরি শিক্ষার্থীদের বিজয়ের গৌরব দীর্ঘদিন স্মরণীয় করে রাখার সহায়ক হিসেবে সরকারের পক্ষ থেকে অফিস নোটিশ বা প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহন করবেন।
-মোশাররাত তাসনিম রায়তা
৫ম শ্রেণী, নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
নকলা, শেরপুর।