বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগপ্রাণে প্রাণে আবেগ ও উচ্ছাস প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনীতে

প্রাণে প্রাণে আবেগ ও উচ্ছাস প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনীতে

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি :

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মির্জার বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী  অনুষ্ঠিত হয়েছে।

১৮জুন মঙ্গলবার মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  মাদ্রাসার প্রাক্তন ছাত্র ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার।

মাদ্রাসার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবু ইউসুফ মজুমদার সভাপতিত্বে ও পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন কমিটির  সদস্য সচিব জয়নাল আবেদীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন টিএসএস গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক শামীম চৌধুরী, কাউন্সিলর কাজী নুরুল আলম, এশিয়া বাজার চেয়ারম্যান  নিজাম উদ্দিন,  সুপার মোহাম্মদ  মোস্তফা মজুমদার, উপদেষ্টা নুরুল আলম খাঁন, পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক কাজী ওবায়দুল হক সিরাজী প্রমূখ।

মঙ্গলবার সকাল থেকেই পুনর্মিলনী অনুষ্ঠান প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল।সকাল থেকেই দুপুর পর্যন্ত চলে স্মৃতি চারণ, আলোচনা সভা। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মনোজ্ঞ ইসলামি সংগীত উপস্হিত সকলকে মুগ্ধ করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments