প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৫, ৬:২১ এ.এম
প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আঃ কুদ্দুস এর উদ্যোগে ১০০ কম্বল বিতরণ

আসাদুর রহমান,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আব্দুল কুদ্দুসের উদ্যোগে ১০০ কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার ২৯ জানুয়ারী বেলা ১২টায় প্রেসক্লাব রাজারহাটের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো.আল ইমরান । বিশেষ অতিথি রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম রসুল রাকিব,উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মোঃ আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইদুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আমির জামায়াতে ইসলামী উপজেলা শাখা রাজারহাট মওলানা মোঃ কফিল উদ্দিন। প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম আজিজুল হক,সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত,যুগ্মসাধারণ সম্পাদক ইমতিয়াজুল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান শিমু,সদস্য মোঃ শাহজাহান আলী,মোস্তফা কামাল মশিউর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক আল মিজান মাহিন প্রমুখ।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত