বাড়িবাংলাদেশেঢাকা বিভাগফরিদপুরে ভাঙ্গায় কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ২ জন গ্রেপ্তার

ফরিদপুরে ভাঙ্গায় কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ২ জন গ্রেপ্তার

হুসাইন আহমদ লিওন ।। ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কলেজশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ভাঙ্গা থানার ওসি মোকসেদুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুজন হলেন, মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া খাড়াকান্দি এলাকার গিয়াস উদ্দিন মাতুব্বরের ছেলে জুয়েল রানা (৩১) ও ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঘোষ গ্রামের আবুল কালামের ছেলে মতিয়ার রহমান (৩১)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কলেজশিক্ষার্থী গত ৪ ডিসেম্বর ডাক্তার দেখানোর জন্য ফরিদপুরে যান। ফরিদপুরের বদরপুর এলাকার শিলা নামে এক মেয়ে তার পূর্ব পরিচিত। ডাক্তার দেখানোর পর শিলা ওই কলেজশিক্ষার্থীকে ভাঙ্গা উপজেলার গ্রিন প্রাইভেট হাসপাতালের তৃতীয় তলায় সৌদি প্রবাসী শাহাদাত শেখের বাসায় নিয়ে যায়। সেখানে আটকে রেখে ধর্ষণ করে আসামিরা। এ সময় শিলা নামে ওই মেয়ে কলেজশিক্ষার্থীর ব্যবহৃত মোবাইল নিয়ে পালিয়ে যান।

ওসি মোকসেদুর রহমান বলেন, ওই শিক্ষার্থীর বড় বোন বাদী হয়ে ভাঙ্গা থানায় ধর্ষণের মামলা করেছেন। আসামিদের ভাঙ্গা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে। আসামিরা ১৬৪ ধারায় ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments