
কামরুল হাসান বিপ্লব, ফরিদপুর সদর (ফরিদপুর)শিক্ষানবিশ প্রতিনিধি।
ফরিদপুর ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভিন কুমকুম এর নামে সাড়ে সাত কোটি টাকার সম্পদ ক্রোক করেছে দুদক।
এর মধ্যে রয়েছে একটি ছয় তালা বাড়ি ও ঢাকার একটি প্লাট নিয়ে এ-ই দম্পতির মোট সাড়ে এগারো কোটি টাকার সম্পদ ক্রোক করা হল।দুদকের উপসহকারী পরিচালক ইমরান আকন্দ জানান জামিলা পারভিন এর আয়ের কোন উৎস না থাকলেও ভুয়া ব্যবসা দেখিয়ে বিপুল সম্পদ অর্জন করেছেন।
তবে অভিযুক্ত তুহিন লস্কর বলেছেন মিথ্যা তথ্য দিয়ে তার নামে এই সম্পদ দেখানো হয়েছে।
গত ১৬ অক্টোবর আদালত এই দম্পত্তির সম্পদ ক্রোকের নির্দেশ দেন।