
কমলগঞ্জ(মৌলভীবাজার)নিজস্ব প্রতিনিধি
ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে শুক্রবার (২১ মার্চ) বাদ জুমআ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় উম্মতে মোহাম্মদি (সা.) এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাববেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি উপজেলা চৌমুহনা থেকে শুরু করে ভানুগাছ হয়ে শহরের বিভিন্ন সড়ক হয়ে উপজেলা চৌমুহনীতে এসে সমাবেশে মিলিত হয়।
একতা সমাজ কল্যাণ পরিষদ কমলগঞ্জের সভাপতি হাফেজ হিফজুর রহমান ফাহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোহিন মিয়ার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে উপস্থিত থাকেন এবং বক্তব্য দেন, মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ। মাধবপুরী, হাফেজ আব্দুস সালাম, মাওঃসদরুল ইসলাম মাসুম।
মিছিলে বিক্ষোভকারীরা `নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে; বিশ্বমুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো; বিশ্বের মুসলিম এক হও’ ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই, নারায়ে তাকবির আল্লাহু আকবর; ইসরাইলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশনসহ ইত্যাদি স্লোগান দেন। মাওঃ নুরুল মুত্তাকীন জুনায়েদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ইহুদিরা মুসলমানদের শত্রু। ইজরায়েল তাদের পরামর্শদাতা আমেরিকার পরামর্শ নিয়েই ফিলিস্তিনে হামলা করেছে। ইতিপূর্বে তারা নিরিহ ফিলিস্তিনী জনগণের উপর বর্বরোচিত হামলা করে প্রায় ৪০ হাজার নারী, শিশুসহ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ নৃশংস হত্যাকাণ্ড মেনে নেয়া যায় না। তিনি বিশ্ব মুসলমানদেরকে ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে
হিফজুর রহমান ফাহাদ বলেন, ফিলিস্তিন ও ভারতে ইতিহাসের নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধ চলছে। নির্বিচারে নির্মমভাবে অসহায় মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। কিন্তু বিশ্ব বিবেক এখনো মুসলমানদের আত্মচিৎকার শুনতে পাচ্ছে না। অনতিবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। এসময় বক্তারা ভারতের নাগপুরে উগ্রবাদী হিন্দুদের দ্বারা মুসলমানদের ওপর হামলা ও বাড়ি ঘরে অগ্নি সংযোগের প্রতিবাদ জানান। পাশাপাশি ভারত ও ইসরায়েলের সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কটের দাবি জানান