
মিঠুন মিয়া, নলিতাবাড়ী(শেরপুর)নিজস্ব প্রতিনিধিঃ
ফিলিস্তিনে ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সরকারি নাজমুল স্মৃতি কলেজের শিক্ষার্থীরা এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) কলেজের মূল ফটকের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।মানববন্ধনে শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে, স্টপ জেনোসাইড ইন গাজা,বয়কট ইসরায়েলি পণ্য, ফ্রি ফ্রি ফিলিস্তিন, নারায়ে তাকবির আল্লাহু আকবার ও বিভিন্ন প্রতিবাদী স্লোগানের মাধ্যমে তারা জানান, ইসরায়েলের নৃশংস কর্মকাণ্ডের প্রতিবাদে শুধু কথা বলেই নয়, ভোক্তাপর্যায়ে সচেতনতা সৃষ্টি করে কার্যকরভাবে ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসরায়েলি সরকার দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের উপর বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। গাজায় শিশু, নারী, সাধারণ জনগণ কেউই রেহাই পাচ্ছে না। এই মুহূর্তে বিশ্ববাসীর উচিত তাদের পাশে দাঁড়ানো। আমরা চাই, সবাই ইসরায়েলি পণ্য বর্জন করুক এবং এই দখলদার রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে দিক।
তারা আরও বলেন, যেসব পণ্য ইসরায়েল বা তাদের মিত্র প্রতিষ্ঠান তৈরি করে,সেগুলোর তালিকা করে সবাইকে তা জানাতে হবে। মুসলিম বিশ্বসহ বিশ্বের বিবেকবান জনগণ যদি একসঙ্গে বয়কট আন্দোলন গড়ে তোলে, তাহলে তা ইসরায়েলের আগ্রাসন থামাতে বড় ভূমিকা রাখতে পারে।
এই মানববন্ধনের আয়োজন করে সরকারি নাজমুল স্মৃতি কলেজ স্টুডেন্টস ফোরাম। শিক্ষার্থীরা জানান, তারা নিয়মিত এ ধরনের গণসচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাবেন, যাতে তরুণ প্রজন্ম বিষয়টি নিয়ে সচেতন হয়।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান তারা যেন দ্বিধাহীনভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ায় এবং আন্তর্জাতিকভাবে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে জোরালো অবস্থান গ্রহণ করে।