
মোহাম্মদ জামশেদ আলম , সীতাকুন্ড(চট্রগ্রাম)নিজস্ব প্রতিনিধি
২১মার্চ শুক্রবার ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সীতাকুণ্ডে ইসরাইলের বিরুদ্ধে ছাত্র-জনতার বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, শুক্রবার জুম্মার নামাজ শেষে ফিলিস্তিনের অসহায় মজলুম মুসলমানদের উপর বর্বরোচিত ইসরাইলী গণহত্যার প্রতিবাদে সীতাকুণ্ডে ছাত্র-জনতার উদ্যোগে উপজেলা জামায়াতের সাবেক আমীর এড. মাওলানা তাওহীদুল হক চৌধুরীর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলার জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টির নেতা মোঃ ইমরান হোসেন, সমন্বয়ক রানাসহ অনেকে।
বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সম্মুখে এসে শেষ হয়।