বাড়িময়মনসিংহ বিভাগময়মনসিংহ জেলাফুলপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত।

ফুলপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত।

মোঃ ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) নিজস্ব প্রতিনিধি: 

ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. বি. এম. আরিফুল ইসলাম বলেছেন, সরকারি নীতিমালা অনুযায়ী সকল কাজ করা হবে। ভূমি সংক্রান্ত বিষয়টি একটি আবেগের জায়গা। এতে কোন হেলাফেলা করা যাবে না।

এসিল্যান্ড যদি আপনাদের কোন বৈধ কাজ করে দিতে অনীহা করেন, তাহলে সরাসরি আমার নিকট চলে আসবেন।আশা করি এসিল্যান্ড এমনটি করবে না কেননা আমার এসিল্যান্ড একজন দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা। আজ সোমবার বেলা দুইটার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চলমান ভুমিসেবা সপ্তাহে আয়োজিত সচেতনতামূলক সভায় এসব কথা বলেন। তিনি বলেন ফুলপুর ভূমি অফিসকে আমরা দুর্নীতিমুক্ত ও দালাল মুক্ত রাখবো।

কোন প্রকার ও নিয়ম বরদাস্ত করা হবে না এ সময় উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান ফারুকের সঞ্চালনায়। স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক, প্রতিপাদ্য বিষয়ে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, সাংবাদিক এটিএম রবিউল করিম প্রমূখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments