বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ইহতেশামুল হক চৌধুরী দুলালের উদ্যোগে ২১ জুলাই বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার চন্ডীপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামুল্যে ঔষধ বিতরন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সঞ্চিতা দের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্যে রাখেন ছাত্রনেতা জুনেদ আহমদ, ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির প্রচার সম্পাদক ছালেহ আহমদ ডালিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলিগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলিগের সহ সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী, সিলেট সদর উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের প্রধান সিরাজাম মুনির রাহিল, ডাক্তার রাকিবুল হাসান জুয়েল, ডাক্তার রেজাউল কবির রাজিব, সাংবাদিক শহীদ আহমদ জুলহান চৌধুরী, বালাগঞ্জ প্রেসক্লাবের সদস্য তারেক আহমদ, সাহিল আহমদ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের নেতা কর্মী সহ স্থানীয় জনগন ও চিকিৎসায় সেবা গ্রহীতারা অংশ নেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলা করেছি। বন্যা ও মোকাবেলা করতে পেরেছি। বন্যা আক্রান্ত অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রয়োজন। ইহতেশামুল হক চৌধুরী দুলালের উদ্যোগ সেবা দিচ্ছেন সেজন্য আমরা তার প্রতি চির কৃতজ্ঞ।