বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগফেনীর বিতর্কিত ডিসি,  মুছাম্মৎ শাহীনাকে বদলি, নতুন  ডিসি হলেন সাইফুল ইসলাম।

ফেনীর বিতর্কিত ডিসি,  মুছাম্মৎ শাহীনাকে বদলি, নতুন  ডিসি হলেন সাইফুল ইসলাম।

মোঃ আমিরুল ইসলাম আকন। দাগনভূঁইয়া(ফেনী)প্রতিনিধি

ফেনীর বিতর্কিত জেলা প্রশাসক (ডিসি) মুছাম্মৎ শাহীনা আক্তার কে অবশেষে বদলি করা হয়েছে। একইসাথে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মো: সাইফুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ মামুন শিবলী সাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

২০২৩ সালের ৭ জুলাই ফেনীর প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান শাহীনা আক্তার । তখন তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে উপ-সচিব ছিলেন।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ত্রাণ তৎপরতা ও সমন্বয়হীনতার কারণে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে না পেরে ব্যাপক সমালোচিত হন ২৭তম বিসিএস (প্রশাসন)-এর কর্মকর্তা শাাহীনা আক্তার। এর আগে ৪ আগস্ট মহিপালে গণহত্যায় ছাত্র-জনতা খুনের ঘটনায় তার নির্লিপ্ততাকে দায়ী করে আসছিলেন সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে তাকে অপসারণ ও বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি হয়েছে। তাছাড়া ফেনী আলিয়া মাদরাসা, জহিরিয়া মসজিদ, শহর ব্যবসায়ী সমিতি, জেলা ক্রীড়া সংস্থা, সোনাগাজীর দারোগারহাট আল জামেয়াতুদ দ্বীনিয়া আলিম মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অচলাবস্থার সৃষ্টি হলেও পরিবর্তিত প্রেক্ষাপটে জেলা প্রশাসক হিসেবে কার্যকর কোনো উদ্যোগ নেননি শাহীনা আক্তার। এ নিয়েও তাকে নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে।

শাহীনা আক্তারের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায়। তাকে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট পরিচালক হিসেবে পদায়ন দেয়া হয়েছে।

এ দিকে, একইদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো: তৌহিদ বিন হাসান সাক্ষরিত অপর আদেশে নতুন জেলা প্রশাসক হয়েছেন মো: সাইফুল ইসলাম। তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব ছিলেন। সাইফুল ইসলাম হবেন ফেনী জেলার ২৪তম জেলা প্রশাসক।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments