বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগফেনী কার্ডিয়াক সেন্টার এন্ড স্পেশালাইজড হাসপাতালের মাসিক সাধারণ সভা ও সেবা গ্রহীতা...

ফেনী কার্ডিয়াক সেন্টার এন্ড স্পেশালাইজড হাসপাতালের মাসিক সাধারণ সভা ও সেবা গ্রহীতা রুগীদের কে আন্তরিক সেবা প্রদানকারী স্টাফদের পুরস্কৃত করা হয়।

মোঃ আমিরুল ইসলাম আকন।দাগন ভূঁইয়া(ফেনী)প্রতিনিধি:

৯ই নভেম্বর রোজ শনিবার বেলা ১১:৩০ ঘটিকায় ফেনী কার্ডিয়াক সেন্টার এন্ড স্পেশালাইজড হাসপাতালের মাসিক সাধারণ সভা ও সেবা গ্রহীতা রুগীদের কে আন্তরিক সেবা প্রদানকারী স্টাফদের পুরস্কৃত করা হয়।

প্রধান অতিথি :ডাঃ মোহাম্মদ মুসা হাসনাত।

রুগীদের কে যত্ন সহকারে আন্তরিক সেবা দেয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং

আন্তরিক সেবা প্রদানকারী স্টাফদের মাঝে পুরস্কার প্রদান করেন….

প্রতিষ্ঠানের চেয়ারম্যান : ডাঃ মোহাম্মদ মুসা হাসনাত।

 

পুরস্কৃত ব্যক্তিরা হলেন….

১ম….ও টি ব্রাদার ফখরুল ইসলাম।

২য়….. নুরুল আলম।

৩য়….. আলাউদ্দিন।

 

বিশেষ পুরস্কার গ্রহণ করেন : প্রতিষ্ঠানের সকলের প্রিয় একনিষ্ঠ ও চৌকস স্টাফ….

এসিস্ট্যান্ট ম্যানেজার সাইফুদ্দিন।

 

প্রধান আলোচক : মোহাম্মদ মুসা হাসনাত

 

বিশেষ বক্তা:।

এক্সিকিউটিভ ডিরেক্টর: একরামুল হক।

বিশেষ বক্তব্য রাখেন :

সিনিয়র ভাইস চেয়ারম্যান অত্র হাসপাতাল।

ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ ও আলোচনা প্রদান করেন।

 

স্বাস্থ্য সেবা তথ্যের উপর আলোচনা করেন…..

ডাঃ মর্তুজা শাহরিয়ার RMOসি,সি,ইউ ইউনিট।

ডাঃ প্রণয় RMOসি,সি,ইউ ইউনিট।

 

আয়োজক টিমের সভাপতি :

ম্যানেজার: সালেহ আহমদ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments