প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৬:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৫, ১:১৬ পি.এম
ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ লাল মিয়া (জাহিদ), নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় ১৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী র্যাব ক্যাম্পের একটি চৌকস দল।
রোববার নীলফামারী র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নীলফামারী জেলার ডিমলা উপজেলাধীন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সামনে ইজিবাইকে থাকা ১৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম (৪৭) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জাহিদুল লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের আব্দুল করিম এর ছেলে।
এ বিষয় ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী প্রতিবেদককে জানান, মাদকের বিরুদ্ধে আমরা গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করে থাকি তারই ধারাবাহিকতায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলা কারাগারে প্রেরণ করা হয়। যাহার মামলা নং- ০৭, তারিখ ১৬.০২.২৫
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত