বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাফেরি কপোতাক্ষ বন্ধ হচ্ছে না এখনই, চলবে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় যত দিন...

ফেরি কপোতাক্ষ বন্ধ হচ্ছে না এখনই, চলবে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় যত দিন সম্ভব

মোহাম্মদ জামশেদ আলম,সীতাকুণ্ড (চট্টগ্রাম)নিজস্ব প্রতিনিধি :

যত দিন চলাচলের উপযোগিতা থাকবে, তত দিন সীতাকুণ্ড – সন্দ্বীপ রুটে সেবা দিবে ফেরি কপোতাক্ষ। আগামী সপ্তাহেই রুটটিতে যুক্ত হতে পারে সি-ট্রাকও। আজ মঙ্গলবার এমনটাই জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সূত্র।

এর আগে আগামীকাল বুধবার থেকেই এই রুটে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের কর্মকর্তারা। তখন জানানো হয়েছিল, এই রুটে সি-ট্রাক যুক্ত করতে জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তত দিন এই রুটটি কার্যত অচল থাকবে

ফেরি বন্ধের ঘোষণায় দ্বীপ উপজেলা সন্দ্বীপের মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার পর আজ দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান তার ফেসবুকে পোস্ট দিয়ে উল্লেখ করেন, ফেরি বন্ধের সিদ্ধান্ত এখনো হয়নি। এই পরিপ্রেক্ষিতে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সূত্রে এখনই ফেরি বন্ধ না হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে ‘ফেরি চলাচলের উপযোগিতা যত দিন থাকবে, তত দিন ফেরি চলবে সন্দ্বীপ চ্যানেলে। ফেরি চলাচলের অনুকূল পরিস্থিতি না থাকলে কেবল বন্ধ থাকবে ফেরী। এ ছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে সি-ট্রাক পৌঁছাতে পারে সেখানে। তবে বর্তমানে উপকূলীয় সি-ট্রাক প্রস্তুত না থাকায় আগামী জুনের মধ্যে একটি উপকূলীয় সি-ট্রাক এই রুটে যুক্ত হবে। বর্ষাকালে বিআইডব্লিউটিসির জাহাজ ‘মালঞ্চ’ এবং সি-ট্রাক সেবা দিয়ে যাবে।’ সি-ট্রাক চলাচল শুরু হলেও ফেরি কপোতাক্ষ চলবে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় যত দিন সম্ভব ততদিন।

ফেরি বন্ধের ঘোষণা আসার পর এ সিদ্ধান্তের বিরোধিতা করে সন্দ্বীপের বিভিন্ন সংগঠন চট্টগ্রাম ও সন্দ্বীপে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এ অবস্থায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ দুপুর ১২টায় ফেসবুকে ফেরি চালু থাকার সিদ্ধান্তের কথা জানান।

গত ২৪ মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সন্দ্বীপে ফেরি চলাচল শুরু হয়। চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলাটির সর্বস্তরের মানুষের মধ্যে ফেরি চলাচল ব্যাপক উৎসাহের সূচনা করে। পরিবর্তন নিয়ে আসে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে। কিন্তু উদ্বোধনের এক মাস না যেতেই ফেরি চলাচল বন্ধের খবরে হতাশা ও ক্ষোভে ফেটে পড়েন দ্বীপ উপজেলা সন্দ্বীপের বাসিন্দারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments