
এস এম নাসির মাহমুদ ।।আমতলী (বরগুনা) প্রতিনিধি
খুনি হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে বরগুনার আমতলী উপজেলা পৌর ও সরকারি কলেজ ছাএদলের উদ্দেগে বরিবার বেলা ১১ টায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে । বিক্ষোভ মিছিল টি বিএনপির কার্যালয় হতে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। আমতলী সরকারী কলেজের ছাএদলের সদস্য সচিব মো মনির ডাকুয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা ছাএদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন মিরাজ, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন তারেক,যুগ্ম আহবায়ক মিরাজ হোসেন,উপজেলা ছাএদলের সদস্য মিরসজ বিশ্বাস, যুব দল নেতা মো,সহিদ,বন্দর মাদরাসা ছাএদলের আহবায়ক মিসকাত হাওলাদার, কলেজ ছাএদলের নেতা মেহেদী মোল্লা, বায়জিদ মৃধা,মেহেদী হোসেন,নাইমুল,সজীব, মিরাজ,রাতুল তরুন ছাএ নেতা তুহিন সহ সরকারী কলেজের ছাএদলের নেতৃবৃন্দ।