
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে এক অসহায় বিধবা নারীকে মারধরের ঘটনা ধামাচাপা দিতে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বিধবা সুজেদা বেগম , সেলিম মিয়া , আনোয়ার মিয়া ও ফুটা মিয়া।
সংবাদ সম্মেলনে সুজেদা বেগম বলেন, বকশীগঞ্জ পৌর এলাকার গোয়ালগাঁও মধ্য পাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে আমাকে না জানিয়ে আমার জমির রসুন তুলে নিয়ে যায়। আমি এ বিষয়টি দুলাল মিয়াকে বলতে গেলে গত ১২ মার্চ সকালে দুলাল মিয়া, তার ভাই বাবুল মিয়া, হালিমা বেগম, শিরিনা বেগম আমাকে লাঠিসোঠা দিয়ে আমাকে শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে এবং ব্যাপক মারপিট করে। স্থানীয়দের সহযোগিতায় আমার বাড়ির লোকজন আমাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে এই সুযোগে তারা আমার বাড়ির স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
আমাকে মারপিট করার ঘটনায় একই গ্রামের তফসর আলীর ছেলে সেলিম মিয়া, ফুটা মিয়া ও আনোয়ার হোসেন প্রতিবাদ করায় দুলাল মিয়া আমার ও তাদের ওপর ক্ষিপ্ত হয়ে আমাদের নামে উল্টো ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা দায়ের করেন।
আমার স্বামী জীবিত না থাকায় দুলাল মিয়া ও তার লোকজন আমাকে বাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে। তাই দুলাল মিয়া আমার ও সেলিম মিয়াদের নামে মিথ্যা মামলা দায়ের করেন। আমরা মিথ্যা মামলা থেকে রেহাই চাই এবং দুলাল মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।