বাড়িময়মনসিংহ বিভাগজামালপুর জেলাবকশীগঞ্জে অসহায় বিধবার নামে ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন...

বকশীগঞ্জে অসহায় বিধবার নামে ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

 বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে এক অসহায় বিধবা নারীকে মারধরের ঘটনা ধামাচাপা দিতে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বিধবা সুজেদা বেগম , সেলিম মিয়া , আনোয়ার মিয়া ও ফুটা মিয়া। 
সংবাদ সম্মেলনে সুজেদা বেগম বলেন, বকশীগঞ্জ পৌর এলাকার গোয়ালগাঁও মধ্য পাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে আমাকে না জানিয়ে আমার জমির রসুন তুলে নিয়ে যায়। আমি এ বিষয়টি দুলাল মিয়াকে বলতে গেলে গত ১২ মার্চ সকালে দুলাল মিয়া, তার ভাই বাবুল মিয়া, হালিমা বেগম, শিরিনা বেগম আমাকে লাঠিসোঠা দিয়ে আমাকে শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে এবং ব্যাপক মারপিট করে। স্থানীয়দের সহযোগিতায় আমার বাড়ির লোকজন আমাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে এই সুযোগে তারা আমার বাড়ির স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
আমাকে মারপিট করার ঘটনায় একই গ্রামের তফসর আলীর ছেলে সেলিম মিয়া, ফুটা মিয়া ও আনোয়ার হোসেন প্রতিবাদ করায় দুলাল মিয়া আমার ও তাদের ওপর ক্ষিপ্ত হয়ে আমাদের নামে উল্টো ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা দায়ের করেন। 
আমার স্বামী জীবিত না থাকায় দুলাল মিয়া ও তার লোকজন আমাকে বাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে। তাই দুলাল মিয়া আমার ও সেলিম মিয়াদের নামে মিথ্যা মামলা দায়ের করেন। আমরা মিথ্যা মামলা থেকে রেহাই চাই এবং দুলাল মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments