বাড়িময়মনসিংহ বিভাগজামালপুর জেলাবকশীগঞ্জে আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান

বকশীগঞ্জে আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান

বকশিগঞ্জ(জামালপুর)শিক্ষানবিশ প্রতিনিধি

বকশীগঞ্জে  উপজেলায়  সীমারপাড়ে অভিযান চালিয়ে আইসক্রিম মালিককে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৫ এপ্রিল বৃহস্পতিবার  বিকালে এসব জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী  ইন্সপেক্টর মোস্তফা কামাল  টিটন, পুলিশের উপ-পরিদর্শক মোতালেব।

জানা গেছে, আইসক্রিমে    কাপড়ের  রং দেওয়ার অপরাধে  আইসক্রিম ফ্যাক্টরির মালিক হারুনকে ৩ হাজার, মিস্টারকে ৫ হাজার, ইসমাইলকে ৩ হাজার ও পাভেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত তাদেরকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments