বাড়িময়মনসিংহ বিভাগজামালপুর জেলাবকশীগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ইউপি সদস্য সহ ২ জন আটক

বকশীগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ইউপি সদস্য সহ ২ জন আটক

হারুন-উর-রশীদ ,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে দুটি চোরাই মোটর সাইকেল সহ ইউপি সদস্য ও তার সহযোগীকে আটক করেছে থানা পুলিশ। 
সোমবার (১৭ মার্চ) ভোরে বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে দুটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ। 
আটককৃতরা হলেন বকশীগঞ্জ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাশর সর্দার ও সূর্যনগর পশ্চিম পাড়া গ্রামের মতি মিয়ার ছেলে নুহু মিয়া (২৮)। 
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশ সূর্যনগর পশ্চিম পাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় মতি মিয়ার ছেলে নুহু মিয়ার বাড়ি থেকে দুটি চোরাই মোটর সাইকেল পাওয়া যায়। 
এঘটনায় একই গ্রামের ইউপি সদস্য বাশর সর্দার ও নুহু মিয়াকে আটক করা হয়। দুপুরে আটককৃতদের জামালপুর আদালতে প্রেরণ করা হয়। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments