বাড়িময়মনসিংহ বিভাগজামালপুর জেলাবকশীগঞ্জে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের নিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের নিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত

হারুন-উর-রশীদ বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি ঃ
জামালপুরের বকশীগঞ্জে ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের নিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শহিদ ও আহতদের পরিবারের উপস্থিতিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত গণঅভ্যুত্থানে  আহত ও শহিদদের বীরত্বের কৃতিত্বে তাদের পরিবারকে সমবেদনা জানিয়ে ফুলের তোড়া প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ ।
এছাড়াও ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহীদ রিপনের ভাই সরকার আকতার হোসেন, শহীদ ফজলুল করিমের ভাই জিলানী, আহত ওয়ালিউল হাসান রাজুর পিতা আব্দুর রাজ্জাক মাহমুদ ও আহত শহিদুল ইসলাম সানির বড় ভাই শামীম। স্মরণ সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা , গণমাধ্যম কর্মী ও নানা মহলের সুধীজন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments