বাড়িময়মনসিংহ বিভাগজামালপুর জেলাবকশীগঞ্জে নিজ ঘর থেকে কৃষকের মরদেহ উদ্ধার

বকশীগঞ্জে নিজ ঘর থেকে কৃষকের মরদেহ উদ্ধার

হারুন-উর-রশীদ বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘর থেকে আকরাম হোসেন (৫৫) নামে কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কৃষক আকরাম হোসেন সাধুরপাড়া ইউনিয়নের দক্ষিণ ধাতুয়া কান্দা গ্রামের বাচ্চু আকন্দের ছেলে। 
রোববার (২৭ এপ্রিল) দুপুরে নিজ ঘর থেকে বকশীগঞ্জ থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। 
বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়েন আকরাম হোসেন।
সকালে তিনি দরজা না খুললে বাড়ির লোকজন ঘরের ভেতর প্রবেশ করে তার মরদেহ দেখতে পান। 
স্থানীয়দের ধারণা তিনি মানসিক রোগী হওয়ায় বিষপানে আত্মহত্যা করতে পারেন। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ দুপুরে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু বিষপানে হয়েছে কিনা তা ময়না তদেন্তর পর বলা যাবে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments