
হারুন-উর-রশীদ বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াত ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বুধবার (১৯ মার্চ) খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী।
উপজেলা জামায়াতের আমীর শফিকুল্লাহ বিএসসির সভাপতিত্বে এবং সেক্রেটারী মওলানা আদেল ইবনে আউয়ালের সঞ্চালনায় ইফতার মাহফিলের আলোচনা সভায় এসময় জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক খলিলুর রহমান, জেলা বায়তুল মাল বিষয়ক সম্পাদক ছামিউল হক, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, পৌর জামায়াতের আমীর আবদুল মতিন সহ বিভিন্ন রাজনতিক দলের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতীর কল্যাণে মোনাজাত অনুষ্ঠিত হয়।