বাড়িময়মনসিংহ বিভাগজামালপুর জেলাবকশীগঞ্জে বেদখল হওয়া জমি উদ্ধারে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন!

বকশীগঞ্জে বেদখল হওয়া জমি উদ্ধারে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন!

হারুন-উররশীদ ।। বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে ১৭ বছর ধরে দেখল থাকা জমি উদ্ধারে সংবাদ সম্মেলন করেছে মো. আরিফ নামে এক ব্যবসায়ী।
সোমবার (২ ডিসেম্বর) বিকালে পৌর এলাকার পাখিমারা নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন মো. আরিফ।
সংবাদ সম্মেলনে মো. আরিফ জানান, ১৭ বছর ধরে তার পৈত্রিক জমি জোরপূর্বক দখল করে রেখেছেন চাচাত ভাই সানোয়ার হোসেন ও মনির হোসেন গংরা। 
গত ১৭ বছর আগে আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে সানোয়ার হোসেন ও মনির হোসেন আমার পৈত্রিক সাড়ে ৩১ শতাংশ জমি দখল করে নেন। আমি জমি চাইতে গেলে আমাকে জামায়াত-শিবির আখ্যা দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। জমির কথা বলতে গেলেই দেওয়া হয় হত্যার হুমকি। তাই তিনি তার পৈত্রিক সম্পত্তি উদ্ধার চেয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং জোরপূবর্ক জমি দখল করায় ভূমিদস্যু সানোয়ার হোসেন গংদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ জানান। 
সংবাদ সম্মেলনে তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments