প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৪:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৫, ২০২৫, ১২:৫৬ পি.এম
বকশীগঞ্জে মরনোত্তর বীমা দাবির চেক বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

হারুন-উর-রশীদ বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মরনোত্তর বীমা দাবি চেক প্রদান ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বীমা সদস্য বাবুল হোসেনের মৃত্যু হলে বীমা দাবি হিসেবে তার স্ত্রী ফাহিমা বেগমকে ৪৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের হাসপাতাল রোডে অবস্থিত কার্যালয়ে বীমা দাবির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মূখ্য নির্বাহী কর্মকর্তা ড. এসএম নুরুজ্জামান।
পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মো. আশরাফ এর সঞ্চালনায় এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক নাসরিন আক্তারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র উপ ব্যবস্থাপনা পরিচালক এম তাজুল ইসলাম , উপ ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর রায়হান, সহকারী ব্যবস্থাপনা পরিচালক নুসরাত জাহান টুম্পা। এসময় বীমা গ্রাহক সদস্য ও কর্মীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত