
হারুন-উর-রশীদ বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ২০০ অসহায় , দুস্থ, এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে মঙ্গলবার (২৫ মার্চ) সকালে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা মাঠে খাদ্য ২০ কেজি প্যাকেজের খাদ্য সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা।
এসময় দোস্ত দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব একাউন্ট অব এডমিন কোহিনুর আলম চৌধুরী, অ্যাডভোকেট ইলিয়াছ হোসেন, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, পিআরও মুজাহিদুল ইসলাম, শিক্ষা অফিসার সৈকত মিয়া সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
পবিত্র মাহে রমজানে খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা।