
নাজমুল হক,কালিয়াকৈর(গাজীপুর)নিজস্ব প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বুধবার সকালে ঢাকা টাঙ্গাইল মাহসড়কের পাশে এক মাসের বকেয়া বেতন ,বাৎসরিক ছুটির টাকা ও স্টাফদের ৫ মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মাহমুদ জিন্স কারখানার শ্রমিক ও স্টাফরা ।
মানববন্ধনে বক্তব্য রাখেন ওই কারখানার শ্রমিকের পক্ষে হেলেনা আক্তার ,মাহবুবুুর রহমান,সিহাব ইসলাম ,আফরোজা বেগম প্রমুখ এ সময় বক্তরা জানান গত সাত মাস আগে কারখানা বন্ধ হয়েগেছে । আমাদের এক মাসের বেতন ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধ করার কথা। অথচ মাসের পর মাস আমাদের বেতন পরিশোধ করতে তারিখ দিয়ে যাচ্ছে কারখানার মালিক। আমদের পরিশ্রমের টাকা তাদের দিতে সমস্য কোথায়। এই এক কারখানা দিয়ে মালিক আরো ৪-৫ টি কারখানা তৈরি করেছে তাহলে শ্রমকিরা কেন বেতন পাবেনা। অনেক স্টাফদের কারো ৫ মাস কারো ৭ মাসের বকেয়া বেতন রয়েছে সেটিও তারা পরিশোধ করছে না ।আমরা অতিদ্রুত আমাদের পাওনা পরিশোধ চাই। তানাহলে আরো কঠোর কর্মসুচিতে যাবো আমরা ।
উল্লেখ্য গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর ১০ অক্টোবর কারখানাটি স্থায়ীভাবে কারখানার উৎপাদন ব্যবস্থা বন্ধ ঘোষনা করেন কারখানা কতৃপক্ষ। আর বেশ কয়েকবার শ্রমকিরা তাদের পাওনা আদায়ে দফায় দফায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলেও এখনো পর্যন্ত শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করেনি কারখানা কতৃপক্ষ ।