
মোঃ সাজেদুল ইসলাম,বগুড়া সদর(বগুড়া)নিজস্ব প্রতিনিধি।
বগুড়ায় ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠা বার্ষিকীও আলোচনা সভা অনুষ্ঠিত।
আলোচনা সভার পূর্বে বিকাল ৪ টা ৩০ মিনিটে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি ছাব্বির আহম্মেদ রাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বায়েজিদ রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা করেন জেলা সংসদের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী হাফিজ আহম্মেদ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম পলক, সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ফরিদ, কৃষক সমিতি, বগুড়া জেলা কমিটির
সহ-সভাপতি এ্যাড. নারায়ণ চন্দ্র চাকী, বগুড়া জেলা সংসদের সাবেক সহ-সভাপতি মোঃ গোলাম ফারুক, সাজেদুর রহমান ঝিলাম, সাবেক সভাপতি নাদিম মাহমুদ, , সাবেক সহ-সভাপতি মিঠুন পাল, সাবেক সভাপতি সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক জয় ভৌমিক, কোষাধ্যক্ষ শাওন শওকত, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আফ্রিক হাসান প্রান্ত, ক্রিড়া সম্পাদক আব্দুল হামিদ সুজন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “লড়াই, সংগ্রাম ও গৌরবের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আগামী ২৬ এপ্রিল ৭২তম বর্ষ পূর্ণ করবে। জন্মলগ্ন থেকেই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বৈষম্যহীন একমুখী, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক শিক্ষানীতির জন্য লড়াই অব্যাহত রেখেছে। একইসাথে এদেশের মানুষের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক মুক্তির লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ, ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলন, ২০০৭ এর সেনাহঠাও আন্দোলনে ছাত্র ইউনিয়নের ভূমিকা অনস্বীকার্য। মহান মুক্তিযুদ্ধে ছাত্র ইউনিয়নের গেরিলা যোদ্ধারা মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহণ করেন। সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন, সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র ইউনিয়নের রয়েছে অসংখ্য শহীদ। বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে জড়িত রয়েছে ছাত্র ইউনিয়নের নাম।”