
সাজেদুল ইসলাম রাসেল, নিজস্ব প্রতিনিধি বগুড়া।
বিগত সরকার লুটপাট – করে কৃষকদের নিঃস্ব করে দিয়েছে-কৃষক সমিতি, বগুড়া
আজ ২ নভেম্বর২৪, শনিবার কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির উদ্যেগে শহীদ খোকন পার্কে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক সমিতি কেন্দ্রীয় উপদেষ্টা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ পাল এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাাখেন রাকসু’র সাবেক ভিপি কৃষক সমিতির নির্বাহী কমিটির সদস্য রাগিব আহসান মুন্না,কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান আলী শেখ,সহ-সভাপতি এডভোকেট লুৎফর রহমান, হুমায়ুন কবির, ফিরোজ আক্তার পলাশ জেলার সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ, জেলা কমিটির সদস্য বাদল মৈত্র, বীরেন মাহাতো শাহনেওয়াজ কবির খান পাপ্পু,সোহানুর রহমান সোহান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাফিজ আহম্মেদ, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সহ-সাধারণ বীরমুক্তিযোদ্ধা হরি শংকর সাহা, সদস্য নিমাই ঘোষ,ডা: বিভূতি ভূষণ, ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাহা সন্তোস, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, আদিবাসী ইউনিয়ন বগুড়ার সভাপতি শ্রীকান্ত মাহাতো।বক্তারা বলেন- “দীর্ঘ লড়াই-সংগ্রামের পটভূমিতে গত ৫ আগষ্ট ছাত্র-জনতার সফল অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, আমরা কৃষক সমিতি, কৃষি ও কৃষক স্বার্থের বিরোধী স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে এই দীর্ঘ সময় ধরেই ধারাবাহিক লড়াইয়ে ছিলাম। গণ অভ্যুত্থান পরবর্তীতে বর্তমান অন্তবর্তিকালিন সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের পটভূমিতে গঠিত হয়েছে, তাদের লক্ষ্য একটা বৈষম্য মুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন। এই জায়গা থেকেই আজকে আমরা বলতে চাই- কৃষকরা যুগ যুগ ধরেই বৈষম্যর শিকার। স্বাধীন দেশে আজও কৃষকরাই সবচেয়ে বেশি বৈষম্যর শিকার, অথচ এই ভূখণ্ডের কৃষকের শ্রমে-ঘামে ও রক্তে এই স্বাধীন বাংলাদেশ। দখলদার বৃটিশদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও বিদ্রোহ, উপনিবেশিক পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম, স্বৈরশাসক বিরোধী প্রতিটি লড়াইয়ে কৃষকের রক্ত ঝড়েছে। দুই-দুইবার দেশ স্বাধীন হয়েছে কিন্তু কৃষকের ভাগ্যের খুব একটা হেরফের
হয়নি।