বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ায় আলোচিত রানা হত্যা মামলার আসামি গ্রেফতার।

বগুড়ায় আলোচিত রানা হত্যা মামলার আসামি গ্রেফতার।

সাজেদুল ইসলাম রাসেল, নিজস্ব প্রতিনিধি বগুড়া।

বগুড়ায় হত্যা মামলার প্রধান আসামী ইনছান গ্রেফতার করেছে র‍্যাব,১২ বগুড়া।

বগুড়া শহরের জয়পুরপাড়ার রড ব্যবসায়ী মোঃ রানা মিয়া(৫৪) এর নিকট হতে আসামি ইনছান আলী সহ অজ্ঞাতনামা বখাটেরা পূর্ব শত্রুতার জেরে ধরে ৫০,০০০/- টাকা চাঁদা দাবি করে। উক্ত চাঁদা দিতে অস্বীকার করলে ,গত ১০/০৯/২৪ ইং তারিখ রাত অনুমান ১১.৫০ ঘটিকার সময় মোঃ রানা তার পরিবার নিয়ে বাড়ি ফেরার পথে বগুড়া সদর মলির মোড়ে পৌঁছামাত্র আগে থেকেই ওৎ পেতে থাকা দুষ্কৃতিকারীরা রানার পথ রোধ করে চাঁদা দাবি করে এবং তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, আসামী মোঃ ইনছান আলীর হাতে থাকা ধারালো চাকু দিয়ে উপর্যুপরি রানাকে আঘাত করতে থাকে। তখন রানার স্ত্রী রোজিনা বাঁধা দিলে তাকেও উপর্যুপরি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে তাদের ডাকচিৎকারে তাদের বড় মেয়ে সহ স্থানীয় লোকজনের সহায়তায় শহীদ জিয়াউর রহমান মেডিকল কলেজ হাসপাতালে চিকিৎসার ভর্তির জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানা মিয়াকে মৃত ঘোষনা করেন। পরবর্তীতে নিহত রানার স্ত্রী বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উক্ত মামলার প্রেক্ষিতে অদ্য সোমবার রাত ১২.৩০, মিনিটে র‍্যাব,১২,বগুড়ার গোয়েন্দা টিম বগুড়া শাজাহানপুর থানার বানানী এলাকায় অভিযান চালিয়ে উক্ত হত্যা মামলার প্রধান আসামি মোঃ ইনছান (৩২)পিতা-মোঃ ফিরোজ,কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে বাকি আসামিদের ধরতে অভিযান অব্যহত থাকবে বলে জানান র‍্যাব,১২ এর কোম্পানি কমান্ডার মোঃ এহতেশামুল হক খান ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments