বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ায় উদীচীর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন।

বগুড়ায় উদীচীর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন।

 সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া প্রতিনিধি।

মেধাবী শিক্ষার্থী ও গুণি শিশুশিল্পীদের সংবর্ধিত করলো উদীচী বগুড়া।

৩১ মে ২০২৪ শুক্রবার সন্ধ্যায় বগুড়া উদীচী কার্যালয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নুর সভাপতিত্বে আত্মগর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিবেবে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ কথাসাহিত্যিক সাজাহান সাকিদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আমিনুল ফরিদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ও সহযোগী অধ্যাপক আল জাবির, সাবেক ছাত্রনেতা ও সরকারি আজিজুল হক কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ ফখরুল মুলক লিমন। সঞ্চালনায় ছিলেন বগুড়া উদীচীর সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লব, সহ সাধারণ সম্পাদক আরিফুল হক খান রনিক ও সঙ্গীত বিভাগের সম্পাদক কামরুন মনিরা ডালিয়া।

বক্তাগন বলেন, সত্যিই তোমাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি। তোমরা গানে আবৃত্তির পাশাপাশি লেখাপড়াতেও সেরা। জাতীয় শিক্ষা দিবস ২০২৪ দেশের সকলকে পিছিয়ে ফেলে দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় নবনীতা ঘোষ প্রথম স্থান অর্জন, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২৪ সৌমিকা লাহিড়ী রবীন্দ্র সংগীত ১ম, দেশগান ২য় ও তবলা ৩য় স্থান অধিকার করে। সত্যেন সেন জাতীয় গণসংগীত প্রতিযোগিতা ২০২৪ আমরা বগুড়া উদীচী দ্বিতীয় স্থান অর্জন করি। এছাড়াও এসএসসি ২০২৪ এ পরিক্ষায় আশরুফা খান অহনা, নিশাত তাসনিম দ্বিয়া, সাফিয়া রহমান, মোনতাসির রহমান শ্রাবন, নাবিলা ইসলাম সুজলা, মূহুর্ত সরকার, হৃদিতা রহমান, অংকিতা দাস, রুপরেখা, সৈকত, কাব্য, পুস্পিতা, মিষ্টি, মিথিলা জিপিএ ৫ পেয়েছে। তাইতো তাদের নিয়ে আমাদের আত্মগর্ব অনুষ্ঠান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments