বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বগুড়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মো:ওসমান গনি; শিবগঞ্জ (বগুড়া)নিজস্ব প্রতিনিধি:

বগুড়ার ধুনটে গার্মেন্টস কর্মীকে ধর্ষনের অভিযোগে মহিবুল হাসান মিলন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১০ মে) রাতে উপজেলার চিকাশি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মহিবুল হাসান চিকাশী ইউনিয়নের সোনারগাঁ গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মহিবুল হাসান রাজধানী ঢাকায় কাপড়ের ব্যবসা করার সুবাদে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের এক গার্মেন্টস কর্মীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ৮ মে সন্ধ্যায় মহিবুল ওই গার্মেন্টস কর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধুনটে নিয়ে আসে এবং সরকারী ডাকবাংলোয় রুম বরাদ্দ নেয়।

ভুক্তভোগী গার্মেন্টস কর্মী বলেন, মহিবুল হাসান তাকে বিয়ে করার কথা বলে ধুনট সরকারী ডাকবাংলোয় রেখে ইচ্ছার বিরুদ্ধে দুই দিন যাবত ধর্ষন করে কৌশলে পালিয়ে যায়। পরে তিনি নিরুপায় হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, গার্মেন্টস কর্মীর অভিযোগ পাওয়ার পর শুক্রবার রাতে মহিবুল হাসান মিলনকে গ্রেপ্তারের করে শনিবার বগুড়া বিজ্ঞ আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments