বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ায় নির্বাচন চলাকালে আচরণবিধি লঙ্ঘন, আটক ২১

বগুড়ায় নির্বাচন চলাকালে আচরণবিধি লঙ্ঘন, আটক ২১

মো:ওসমান গনি; শিবগঞ্জ (বগুড়া) নিজস্ব প্রতিনিধি:

বগুড়ার তিন উপজেলায় নির্বাচন চলাকালে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ধুনট উপজেলায় ছয়জন, শেরপুরে ছয়জন ও নন্দীগ্রামে নয়জনকে আটক হয়।

বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ শেষ হবে বিকাল ৪টায়।

আটকের বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা প্রদান ও এজেন্টের কাছে মোবাইল থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রথমে চারজনকে আটক করে থানায় আনা হয়। এ ছাড়া আরও দুজনকে আটক করা হয়েছে তবে তাদের থানায় এখনও আনা হয়নি।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তিন কেন্দ্র থেকে ৯ জনকে আটক করা হয়েছে। তবে তারা কোন প্রার্থীর পক্ষের তা এখনও জানা যায়নি।

তিন উপজেলার নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান ১২, ভাইস চেয়ারম্যান ১৩ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১১ জন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments