
সাজেদুল ইসলাম, রাসেল বগুড়া প্রতিনিধি।
বগুড়ায় উওরণ উচ্চ বিদ্যালয়ের আয়োজন পহেলা বৈশাখ উদযাপন।
বর্ষবরণ উপলক্ষে উত্তম উচ্চ বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয় উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উওরণ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্তপ্রধান শিক্ষক মোছাঃ খালেদা পারভিন ,মাহফুজুল আলম তালুকদার। মোছাঃ উম্মে কুলছুম। মোঃ সাইফুল ইসলাম। মোঃ তরিকুল ইসলাম বাবু। মোছাঃ পিংকী ইয়ামরী। মোছাঃ নাজম।মোঃ আমানউল্লাহ। এবং উত্তরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। উক্ত শোভাযাত্রাটি উত্তরণ উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে নারুলী কবরস্থান হয়ে স্কুলে গিয়ে সমাপ্তি হয় শোভাযাত্রা শেষে এক সাংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন করা হয়।