বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু।

বগুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু।

মো:ওসমান গনি; শিবগঞ্জ (বগুড়া) নিজস্ব প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে নাবিয়া আক্তার নামে এক শিশু নিহত হয়েছে।

নিহত নাবিয়া আক্তার উপজেলার খরণা ইউনিয়নের দাড়িগাছা ফকিরপাড়া গ্রামের ট্রাক চালক নায়েব আলীর মেয়ে।

সোমবার দুপুর ০১টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে নানা পুটু মিয়ার বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে শিশুটি মারা যায়।

শিশুটির নানা পুটু মিয়া জানান, মেয়ে ১১ মে ছেলেমেয়েকে নিয়ে তার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার দুপুরে নাবিয়াকে খাইয়ে রেখে তার মা বাইরে যায়। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে মেয়েকে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে শিশু মেয়েকে ভাসতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments