
সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া সদর(বগুড়া)নিজস্ব প্রতিনিধি
বগুড়া গাবতলীতে পুর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে হামলা ও নগদ প্রায় ৫ লক্ষ টাকা ছিনতাই।ঘটনা সূত্রে জানা যায় যে বগুড়া গাবতলী উপজেলার মহিষাবান পশ্চিম পাড়া এলাকায় জমি জমা সংক্রান্ত পুর্ব শত্রুতার জের গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার সময় মহিষাবান পশ্চিম পাড়ার মৃত মফিজ উদ্দিন মন্ডলের ছেলে,মোঃ আবু তাহের (৪৫)ও তার ছোটো ভাই মোঃ আব্দুল সালাম (৩৮)এবং তার চাচাতো ভাই মোঃ খাইরুল ইসলাম (৩৬) তারা তাদের নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে আগে থেকে
ওৎ পেতে থাকা একই এলাকার মৃত মোজাহার আলীর ছেলে মোঃ সুরুজ্জামান(৪৭) মোঃ বাকী মন্ডল(৩৮) ওয়েছ কুরানী (৩৩) ও তাদের ভাতিজা সহ অজ্ঞাত আট দশজন মিলে
তাদের উপর হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র লাঠি সোটা দিয়ে উপর্যুকারি আঘাত করতে থাকে আঘাতের এক পর্যায়ে তারা মাটিতে লুটিয়ে পরলে তাদের আত্মো চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা তাদের কাছে থাকা ব্যাবসার প্রতিষ্ঠানের নগদ প্রায়
৫ লক্ষ. টাক ছিনিয়ে নিয়ে চলে যায় পরে স্থানীয়রা এসে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয় এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন, আহতদের পরিবার।