
সাজেদুল ইসলাম রাসেল নিজস্ব প্রতিনিধি বগুড়াঃ
বগুড়ার, শাজাহানপুর উপজেলার রাণীর হাট সাবরুল এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহতরা হলেন, গোলাম তালুকদারের ছেলে মোঃ সাগর (৩০)ও, সাইফুল ইসলামের ছেলে মোঃ স্বপন
রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে,এলাকা সূত্রে জানা যায় নিহত সাগর ঐই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ছিলো, তাদের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে এলাকাবাসী জানান, নিহত দুই জন ছাড়াও তাদের সাথে থাকা মুক্তার নামে এক যুবকের হাতের কব্জি কেটে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর জন্য পাঠানো হয়েছে,।এ সময় পুলিশ আরো জানায় যে নিহত সাগরের নামে থানায় হত্যা ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে।